চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার পলাতক আসামি মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজান উপজেলার গড়দুয়ারা এলাকার ফরিদ আহম্মদের ছেলে।

বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গতকাল দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন একটি ফটোগ্রাফির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top