চট্টগ্রামে হত্যার মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে মো. বাবুল হত্যার ঘটনায় করা মামলায় পলাতক প্রধান আসামি আবুল হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার আবুল হোসেন বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগর এলাকার মো. শফিক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় চকবাজার থানাধীন ইমামগঞ্জ সাহাবুদ্দিন সাহেব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, বায়েজিদ বোস্তামী থানার মো. বাবুল হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবুল হোসেনকে গতকাল চকবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top