চাটগাঁ নিউজ ডেস্ক : প্রচণ্ড তাপদাহের মধ্যেই হঠাৎ এক পশলা বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামে। সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত হয়েছে। ভারী বৃষ্টির সময় নগরের অনেক জায়গায় আঁধার নেমে আসে। তবে বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে, স্বস্তি এসেছে মানুষের মধ্যে।
রোববার (৭ এপ্রিল) সাড়ে ১২টার পর কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝড়ো হাওয়া। শোনা যায় বজ্রপাতের শব্দ। বৃষ্টির সময় আঁধার নেমে আসায় সড়কে চলাচল করার সময় গাড়িগুলো হেডলাইট জ্বালাতে দেখা যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় অনেকে বিপাকে পড়েন। এসময় পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন শপিং সেন্টার ও দোকানে। ভাসমান ব্যবসায়ী ও ফেরিওয়ালারা ব্যস্ত হয়ে পড়েন পণ্য সামলাতে। লণ্ডভণ্ড হয়ে যায় অনেক ছাদবাগান।
এদিকে কাল বৈশাখী ঝড়ে পতেঙ্গা ভিআইপি রোডে বিমান বন্দরমুখি সড়কের উপর ভেঙে পড়েছে কয়েকটি গাছ। এসময় সড়কের দুই পাশে গাড়ি চলাচল কিছুক্ষণ বিঘ্ন ঘটে।
চাটগাঁ নিউজ/এসএ