নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা, হত্যা-নির্যাতন ও বতর্মান পরিস্থিতিতে গাজীপুরে ছাত্র-সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার পদক্ষেপ ও বিবৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রামের সমন্বয়করা। তাই চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাযার আয়োজন করেছে ক্ষুব্ধ সমন্বয়ক ও সাধারণ ছাত্র জনতা।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে সমন্বয়ক রাসেলের নেতৃত্বে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় শতাধিক সমন্বয়ক ও সাধারণ ছাত্র জানাযায় অংশগ্রহণ করে।
জানাযার শুরুতে সমন্বয়ক রাসেল সকলের উদ্দেশে বলেন, দেশে এতো কিছু ঘটে যাচ্ছে কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা চুপ। আমরা তাঁর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই সরকার এখনো আমার ভাইদের হত্যার বিচার করতে পারে নাই। তারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাযার মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা করছি— এই সরকার ব্যর্থ সরকার, এই সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।
প্রতীকী জানাযা শেষে এক ব্যাঙ্গাত্মক মোনাজাতেরও আয়োজন করে সমন্বয়করা। শুধু তাই নয়, প্রতীকী সেই মূর্দাকে নিয়ে অনেকে টানা হিঁচড়া করতে থাকে। আবার কেউ কেউ জুতাপেটাও করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সেই প্রতীকী লাশে।
চাটগাঁ নিউজ/সৈকত/জেএইচ