চট্টগ্রামে সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক : নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার দেশ-বিদেশে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে ‘সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে চান্দগাঁওস্থ ফরচুন স্পোর্টস অ্যারেনায়ে আয়োজিত টুনার্মেন্টের উদ্বোধন করেন এভারেস্টসহ ৪টি আট হাজারী পর্বত বিজয়ী একমাত্র বাংলাদেশী পর্বাতারোহী ডা. বাবর আলী।

তিনি বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এমন একটি টুর্নামেন্ট আয়োজন এবং অংশগ্রহণ খুবই প্রশংসার দাবিদার।

সাগর-রুনির স্মৃতি অম্লান রাখতে এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিভয়েস সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, ফরচুন স্পোর্টস অ্যারেনার ডিরেক্টর সাইমুম শাহাদাত, সাংবাদিক রেজাউল করিম, শুভ্রজিৎ বড়ুয়া, বাইজিদ ইমন, শাহরুখ, রাকিব প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে টিম সাঙ্গু ২-১ গোলে টিম হালদাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে টিম কর্ণফুলী ২-০ গোলে টিম মাতামুহুরীর কাছে পরাজিত হয়।

ম্যাচ পরিচালনা করেন ফিফার তালিকাভুক্ত রেফারি নয়ন এবং বাফুফে তালিকাভুক্ত রেফারি রানা।

আগামী ১০ জানুয়ারি পর্দা নামবে এই টুর্নামেন্টের। ওই দিন ফাইনাল খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top