চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক:  চট্টগ্রাম নগরীতে লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মো. সোহেল (৩৭) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত যুবক  যুবদলের  সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে নগরীর ইপিজেড থানাধীন কাটঘর আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহমেদ বলেন, কাটগড় এলাকায় সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে আঘাত করে প্রাইভেট কারটি। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তার বন্ধু ও স্থানীয়রা জানায়, সোহেল দক্ষিণ হালিশহর আলী শাহ পাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া  ইপিজেড থানায় সংগঠনের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগেও তিনি নগরীর একটি অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়া তার মৃত্যুতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ইপিজেড থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top