চট্টগ্রামে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক: ‘হায় হোসেন, হায় হোসেন’মাতমে চট্টগ্রামে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে চট্টগ্রাম নগরে পবিত্র আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষেরা।

শনিবার(২৯ জুলাই) বিকেল ৩টায় নগরের ওয়্যারলেস এলাকা থেকে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওয়্যারলেস এলাকা গিয়ে শেষ হয়।

হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। মুসলমানরা, বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

কারবালার বিয়োগান্ত সেই ঘটনাকে স্মরণ করে শোক ও ত্যাগের প্রতীক হিসেবে এই দিনে চট্টগ্রামে তাজিয়া মিছিল,বিশেষ মোনাজাত, কোরআনখানি, দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়।

Scroll to Top