চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জামালখানের হেমসেন এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট করে ভবন নির্মাণে অনিয়ম খুঁজতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে হেমসেন লেনে নির্মাণাধীন ওই ভবনের সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম নগরের জামালখান এলাকার হেমসেন লেনে শতবর্ষী পুকুর ভরাট করে ভবন নির্মাণের আবেদন করার পর জমি পরিদর্শন না করে অনিয়মের আশ্রয় নিয়ে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবন নির্মাণ অনুমোদন দেয় সিডিএ। পরে পার্শবর্তী এক বাড়ির মালিকের আপত্তিতে ২০২৩ সালে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবন নির্মাণ নকশা বাতিল করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, নথিপত্র দেখে মনে হয়েছে সরেজমিন পরিদর্শন না করেই ওই ভবনটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। যারা ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন করেছে নগর পরিকল্পনাবিদ, সহকারী নগর পরিকল্পনাবিদ, যাদের যাচাই করার কথা ছিলো তারা সঠিকভাবে যাচাই করেনি। তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেনি। দায়িত্ব পালন না করে আবেদনের প্রেক্ষিতে বা মৌখিক আবেদনে অনুমোদন করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে লিখবো।
চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ