চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজারের চানঁমারি রোডে অবস্থিত মমতা মাতৃসদন নামের একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে ওই ক্লিনিকের একটি ইউনিটের ওটিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, অপারেশন থিয়েটারে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ক্লিনিকে অবস্থান করা রোগী ও তাদের স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত রোগীদের অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে হঠাৎ ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বাইরে বেরিয়ে আসেন। তবে কি কারণে এ বিস্ফোরণ তা জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আছে, তারা তদন্ত করে বিস্তারিত জানাবে।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়া দেখা মাত্র রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয়। কেউ গুরুতর আহত হয়নি। এটি একটি দুর্ঘটনা বলে তাদের দাবি।
চাটগাঁ নিউজ/জেএইচ