চট্টগ্রামে রোটারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: রোটারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জের এক হৃদ্যতাপূর্ণ ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম, রোটারি ক্লাব অব নায়াটাপোলা (নেপাল), এবং রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট।

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার তাবা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের প্রেসিডেন্ট রোটারিয়ান আফিয়া খাতুন মিরা।

প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর ও পিপি রোটারিয়ান ওয়াহেদুজ্জামান চৌধুরী (পিএইচএফ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট-এর পিপি এম. মোশাররফ হোসেন এবং রোটারি নায়াটাপোলা, নেপাল-এর প্রেসিডেন্ট বিষ্ণু কান্ত গ্ৰিমিরি।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটারিয়ান সাজেদা বেগম চৌধুরী এবং রোটারিয়ান হাসিনা ইসলাম মলি। রোটারিয়ান আফিয়া খাতুন মিরা নেপালের অতিথিকে উপহার হিসেবে তুলসী গাছ প্রদান করেন এবং নেপালের অতিথিও উপহার হিসেবে হিমালয়ের চা পাতা প্রদান করেন এছাড়া একে অপরের মাঝে সুভেনিয়র এক্সচেঞ্জের মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করেন।

বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণু কান্ত গ্ৰিমিরি বলেন, আমি এর আগে ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে বাংলাদেশে এসেছি, তবে রোটারিয়ান হিসেবে এই প্রথমবার অংশগ্রহণ করছি। এই অভিজ্ঞতা চিরস্মরণীয়।

অনুষ্ঠানে কেক কেটে এক্সচেঞ্জ অনুষ্ঠান উদযাপন করা হয় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। নেপাল থেকে আগত অতিথি বাংলায় গান পরিবেশন করেন এবং উপস্থিত রোটারিয়ানদের নেপালি গান গাইতে উৎসাহিত করেন। রোটারিয়ান পিপি এম. মোশাররফ হোসেন ও প্রেসিডেন্ট আফিয়া খাতুন মিরা কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপি এস এম জামাল শফি বনি, পিপি শাহ আলম মজুমদার সোহেল, পিপি মীর মোতাহের হোসেন চৌধুরী, পিপি উজ্জ্বল বড়ুয়া, পিপি প্রফেসর মোঃ জসিম উদ্দিন খান, পিপি জিন্নাহ চৌধুরী, প্রফেসর নাসির উদ্দিন মজুমদার, ফজলুল করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন, রেজাউল করিম, জাফর উদ্দিন, রিজ্যান, রোটারেক্টর মোঃ সবুজ, ইফতেখার নুর তিশন, রোদেলা হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রোটারিয়ান পিপি শাহ আলম মজুমদার সোহেল ‘বোর্ড অব থ্যাংকস’ প্রদান করে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top