চট্টগ্রামে যুবদলের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়েছে কেন্দ্র

চাটগাঁ নিউজ ডেস্ক : আগামী ১৬ জানুয়ারির মধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়েছে কেন্দ্রীয় দপ্তর।

সোমবার (১৩ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তখ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ছাড়াও ফরিদপুর মহানগর ও জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব পদ প্রত্যাশীদেরও জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগর, উত্তর এবং দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ওই জেলাসমূহে নতুন কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ রাজনৈতিক বৃত্তান্ত (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা সম্পর্কিত তথ্য উল্লেখপূর্বক) পিডিএফ ফাইল আকারে আগামী তিন (৩) দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত নেন।

এর আগে, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ সাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হয়েছিল কেন্দ্র থেকে। এর চার মাসের মাথায় ঘোষণা করা হয় ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top