চট্টগ্রামে মিলবে থাইল্যান্ডের মেডপার্ক হসপিটালের সেবা

চাটগাঁ নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসাসেবার জন্য দেশের মানুষ হরহামেশাই থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে যাওয়া আসা করেন। কিন্তু যথাযথ তথ্য ও সহযোগিতা না পাওয়ার কারণে প্রায় সময় বিড়ম্বনার শিকার হতে হয়। সেসব চিকিৎসাসেবা পেতে আগ্রহীদের বিড়ম্বনার কথা চিন্তা করে থাইল্যান্ডের প্রসিদ্ধ মেডপার্ক হসপিটাল চট্টগ্রামবাসীর জন্য উম্মুক্ত করলো আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা পাওয়ার পথ।

শুক্রবার (৪ জুলাই) বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের দ্বিতীয় তলায় মেডপার্ক হসপিটাল চালু করলো তাদের অফিস।

এই অফিস থেকে মেডপার্ক হসপিটালের রোগীরা হসপিটাল-সংক্রান্ত সকল সেবা পাবেন সম্পূর্ণ বিনা ফি তে। রোগীর প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসক নির্বাচন, ট্রিটমেন্ট প্ল্যান প্রণয়ন, দোভাষীর ব্যবস্থা, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ এবং ভিসা ইনভাইটেশন লেটার ইস্যু– সবই সরবরাহ করা হচ্ছে দক্ষতার সাথে।

তাছাড়াও, জরুরি রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স সেবা, ভিসা সহায়তা, বিমান টিকিট ও হোটেল বুকিং এবং যাতায়াতের সমন্বয়সহ সকল আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সেবা এই অফিস থেকেই প্রদান করা হবে।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মেডপার্ক হসপিটালের কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. সুওয়াচাই, অর্থোপেডিক সার্জন ডা. ওয়াইউইথ, ডিরেক্টর অফ মার্কেটিং মিস টিপারিন, ম্যানেজার সাউথ এশিয়া এন্ড বাংলাদেশ কাজী সারহান সাইফ, ম্যানেজার অপারেশন্স মোহাম্মাদ বায়েজিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের বিভিন্ন শুভানুধ্যায়ীগণ।

এ বিষয়ে মেডপার্ক বাংলাদেশের প্রতিনিধি বলেন, “আমাদের লক্ষ্য একটাই– উন্নত চিকিৎসা সেবা সহজ, নির্ভরযোগ্য ও মানবিক করে তোলা। চট্টগ্রাম অফিস চালুর মাধ্যমে মেডপার্ক হসপিটাল এখন আরও কাছে। ঢাকা হোক বা চট্টগ্রাম-মেডপার্ক হসপিটাল সবসময় আপনার ও আপনাদের পাশে।”

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top