সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে মাদক মামলায় ইউনুছ নামে এক রোহিঙ্গা যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ইউনুছ মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু জেলার নাইসং এলাকার সৈয়দ আলমের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইউনুছকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে দুই হাজার ৫২ ইয়াবাসহ ইউনুছকে গ্রেফতার করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলাটির অভিযোগপত্র জমা দিলে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ইউনুছের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।