চাটগাঁ নিউজ ডেস্ক : দেশজুড়ে নারী হেনস্তা, মন্দির – মাজারসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙচুরসহ মব জাস্টিসের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ষোলশহর স্টেশন চত্ত্বরে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান সমন্বয়কারী নুজহাত তাবাসসুম বলেন, ‘বিভিন্ন স্থানে নারীদের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা হচ্ছে, একা পেয়ে নারীদের মোরাল পুলিশিংয়ের মাধ্যমে হেনস্তা করা হচ্ছে। কে কোন পোশাক পরবে, সেটি ঠিক করে দেওয়া হচ্ছে।’
নুজহাত তাবাসসুম আরও বলেন, ‘যে যার ইচ্ছামতো মাজার-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা করছে। অথচ সরকার এদের নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীও নীরব রয়েছে, যা সন্দেহজনক। এই অবস্থা থেকে দ্রুত বের হয়ে আসতে হবে।’
মব জাস্টিসের মাধ্যমে কাউকে হেনস্তা করলে রাষ্ট্র চুপ করে দেখে যেতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। দেশব্যাপী এমন নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে সমাবেশ থেকে দাবি জানানো হয়।
চাটগাঁ নিউজ/এআইকে