চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম। বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নিজ উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পরিবারের সদস্য শেখ মেহরাজ আলী, মো. মেহেদি হাসান ও আবু নাছের। এ সময় স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, একই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আবু সুফিয়ান। ফলে দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী—উভয়ের অংশগ্রহণে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়াল দুইজনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-৯ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এবারের নির্বাচন ঘিরে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কড়া। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা ও উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
প্রথম আলো–ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীদের সঙ্গে হাদির আদর্শের মিল নেই: নাহিদ
সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির দাবি জানিয়েছে ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’






