নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসন মিলিয়ে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া বাতিল হয়েছে একজন প্রার্থীর দলীয় মনোনয়ন। এ নিয়ে চট্টগ্রামে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল ১১১ জনে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রামের তিনটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
অন্যদিকে ১০ দলীয় জোটের সূত্রে জানা যায়, জোটগত সমঝোতার অংশ হিসেবে জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন– চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী ও বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, চট্টগ্রাম-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ, চট্টগ্রাম-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দিন, চট্টগ্রাম-১১ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান, চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ইমরান এবং, চট্টগ্রাম-১৬ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. কফিল উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা।
এ ছাড়া চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী গোলাম আকবর খন্দকারের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। মনোনয়ন প্রত্যাহারের পর ১৬ আসনে মোট ১১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৭ জন, চট্টগ্রাম-২ আসনে ৭ জন, চট্টগ্রাম-৩ আসনে ৪ জন, চট্টগ্রাম-৪ আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ আসনে ৬ জন, চট্টগ্রাম-৬ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৬ জন, চট্টগ্রাম-৮ আসনে ৭ জন, চট্টগ্রাম-৯ আসনে ১০ জন, চট্টগ্রাম-১০ আসনে ৯ জন, চট্টগ্রাম-১১ আসনে ১০ জন, চট্টগ্রাম-১২ আসনে ৭ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৬ জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ৭ জন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়ে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল নিষ্পত্তি গত রোববার শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
চাটগাঁ নিউজ/জেএইচ






