চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাবারে ক্ষতিকর রং মেশানোসহ নানা অনিয়মের অভিযোগে একটি রেস্টুরেন্টসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
অভিযানকালে দেখা যায়, ‘হালাল শেফ’ রেস্টুরেন্টে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া রান্নায় ক্ষতিকর কেমিক্যাল রং মিশ্রিত মরিচ ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফয়সাল মেডিকোকে দেড় হাজার টাকা এবং হীরা ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনবিহীন কেমিক্যাল রং ব্যবহার, বাসমতি চালে বিড়ালের উপস্থিতি, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চপিং বোর্ড ব্যবহার এবং ইঁদুর ও বিড়ালের বিষ্ঠা মিশ্রিত চাল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে ‘সেভেন ডেইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মূল্যতালিকা না থাকায় শাহ আমিন সুপার সপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তা অধিকার রক্ষা, ভেজাল ও নানা অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন







