চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ ও জুয়েল দেব পৃথক শুনানিতে এই নির্দেশ দেন।
তারা হলেন- আলমগীর, আব্দুল্লাহ আল জুবায়ের, তাজুদ্দিন, নুর আলম, ফাহিম উদ্দিন, আলফাজ আহমেদ, হারুন অর রশিদ, ওয়াহিদুল ইসলাম ও উমাউল ইসলাম।
তাদের মধ্যে ফাহিম উদ্দিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আলফাজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নগরের চান্দগাঁওয়ে হত্যাকাণ্ড, পুলিশ বক্সে হামলা এবং কোতোয়ালীতে পুলিশ বক্সে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
তিনি আরও জানান, পৃথক দুটি মামলার মধ্যে কোতোয়ালী থানার মামলায় আরও পাঁচজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও আটজনের রিমান্ড নামঞ্জুর করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ