চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরে বিভিন্ন থানায় বিশেষ অভিযানে চালিয়ে ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—চকবাজার থানার নূর মোহাম্মদ (৪১), বাকলিয়া থানার আবদুল আলী প্রঃ বাদশা (১৯), মোঃ রাসেল, মোঃ মোশারফ হোসেন (৩৫), সদরঘাট থানার রানা কান্তি দেব (২৫), খুলশী থানার মোঃ সাগর মিয়া (২৩), বায়েজিদ বোস্তামী থানার মাসুমের রহমান (৩২), মোঃ আঃ মাবুদ প্রঃ লেদু (২৬), মোঃ শাওন আহমেদ (২৮), চান্দগাঁও থানার সুমন দাশ (৩৯),আকবরশাহ থানার মোঃ সোলাইমান (৩৫), মোঃ ফারুক (৩৩), হালিশহর থানার মোঃ আসলাম (৪৫), ডবলমুরিং থানার মোঃ আবুল কালাম রাজন, মোঃ জুয়েল (২৯), ইশা আক্তার (৩০), বন্দর থানার মোঃ মিজানুর রহমান (৩১), পাহাড়তলী থানার মোঃ আলমগীর (৪৫), মোঃ ইব্রাহিম (৫০), পতেঙ্গা থানার মোঃ জাহিদুল ইসলাম প্রঃ ইমন (২১) ও কর্ণফুলী থানার আহম্মদ নুর (৪৯)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের হওয়া একাধিক মামলার আসামিরাও রয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top