পড়া হয়েছে: ৩৭
নিজস্ব প্রতিবেদক: নগরের মুরাদপুরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সাব স্টেশনের বৈদ্যুতিক প্যানেল বোর্ড এবং ব্রেকার ইন্সুলেশন আগুনে পুড়ে যায়।
এর ফলে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
রোববার (২৩ জুলাই) বেলা পৌনে ৪টার দিকে এন মোহাম্মদ কনভেনশনের কাছে ‘মুরাদপুর ৩৩/১১ কেভি সাব স্টেশনে’ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি পাঠানো হয়। তারা বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।