চট্টগ্রামে বিএসটিআইয়ের স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি হবে: শিল্প উপদেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: আমদানি ও রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুততার সাথে সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের আগ্রাবাদে অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০তলা ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) এই কার্যালয় উদ্বোধন করেন ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ফয়সাল আহমেদ শান্ত-র মাতা মোছা: কহিনুর আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসটিআই এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: শাহজালাল চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে শহিদ ফয়সাল আহমেদ শান্ত- এর মাতা মোছা: কহিনুর আক্তার বলেন, শান্ত একটি সুন্দর, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখত। সে চেয়েছিল এই দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। আমার সন্তান যে লক্ষ্য পূরণে শহীদ হয়েছে, সেই লক্ষ্য যেন পূর্ণ হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিএসটিআই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের গতিশীলতা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএসটিআইয়ের নতুন অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলা ভবনের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামে আমদানি রপ্তানির ক্ষেত্রে গতিশীলতা বাড়বে। পর্যায়ক্রমে চট্টগ্রামে বিএসটিআই’র ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলা হবে।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, বিভিন্ন দেশের সাথে পণ্যের মান বিষয়ক চুক্তি এবং ল্যাবরেটরিসমূহের এ্যাক্রেডিটেশন অর্জন বিএসটিআইকে আরও শক্তিশালী করেছে। বিদেশে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে।

স্বাগত বক্তব্যে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম বলেন, চট্টগ্রামে বিএসটিআই’র অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলা ভবন একটি মাইলফলক।

এসময় চট্টগ্রামের ব্যবসায়ীবৃন্দ, চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top