চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসমাবেশ চলাকালে অতিরিক্ত ভিড় ও গরমের কারণে দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে একজন চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার মো. করিমের ছেলে রাকিব। অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে সমাবেশস্থলে অবস্থানের একপর্যায়ে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়েন। এ সময় সমাবেশে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদের পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে সহকর্মীদের সহায়তায় দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





