নিজস্ব প্রতিবেদক: ঈদের পর পরই একাধীক দূর্ঘটনায় এবার টনক নড়েছে চট্টগ্রাম বিআরটিএ’র। অভিযান পরিচালনা করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। বিআরটিএ’র সর্বশেষ তথ্য অনুযায়ী নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে চলমান ভ্রাম্যমাণ আদালতে এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে ১৯ টি যানবাহনকে মামলা দেওয়া হয়েছে। এ সকল মামলায় মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না করায় ১টি অ্যাম্বুলেন্সকে ডাম্পিং করা হয়েছে।
চট্টগ্রামের আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা’র নেতৃত্বে চলমান রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত। চলমান এ আদালতে এখন পর্যন্ত ১৫টি মামলায় মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া বলেন, অবৈধ গাড়ি, নিয়ম কানুন না মানা এ ডকুমেন্ট হালনাগাদ না করা যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন