চট্টগ্রামে বইমেলা বন্ধ বৃহস্পতিবার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম মাঠে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বইমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। এমএ আজিজ স্টেডিয়াম কনসার্টে আসা দর্শক-শ্রোতাদের ভিড়ের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরদিন শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে বইমেলা শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বইমেলা মিডিয়া কমিটির আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম।

তিনি জানান, ডিসি পার্কে চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর গালা নাইট কনসার্ট বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এমএ আজিজ স্টেডিয়ামে। এতে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউলসহ বেশ কিছু ব্যান্ডদল। দর্শক-শ্রোতাদের ভিড়ের কথা বিবেচনা করে বইমেলা ওইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় ও সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এক লাখ বর্গফুটের জিমনেসিয়াম মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবার। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার স্টল ৪৪টি। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, লেখক, প্রকাশক, পাঠকসহ সংস্কৃতিসেবীদের মিলনমেলায় পরিণত হচ্ছে বইমেলা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top