চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর নয়াবাজার আনন্দীপুর জামে মসজিদের সামনের নালায় পড়ে হুমায়রা নামে এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল তিনটার দিকে শিশু হুমায়রা বাইরে হাঁটতে আসে। এ সময় সড়কের পাশের উন্মুক্ত নালায় সে পড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর শিশুটিকের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু স্বাস্থ্য বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, বিকেলে সোয়া তিনটার দিকে খবর পেয়ে ডুবুরি দল সহ ঘটনাস্থলে যায়। পৌনে চারটার দিকে ওই শিশুকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক হুমায়রাকে মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন দত্ত বলেন, ‘একটি শিশু নালায় পড়ে নিখোঁজের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের টিমও আসে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করেছে।
এদিকে, তাৎক্ষণিক চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাফন কাফনের জন্য নিহত শিশুর মা পোশাককর্মী আসমা আক্তার ও বাবা রহমানের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন।
এরআগে গত ১৮ এপ্রিল নগরের চকবাজার কাপাসগোলা এলাকার খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।
চাটগাঁ নিউজ/এসএ