পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর নতুন স্টেশন থেকে মাদক কারবারে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্টেশন রোডের একটি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এই সময় আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ১৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিউটিরত এসআই রবিউল হক ও তার ফোর্স নতুন স্টেশন সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, মো. আব্দুল মান্নান শেখ কালু (৪২) ও মো. সুফি শওকত আকবর রানা (৫৪)। তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এসবিএন