চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদে আলোচিত ফুল মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার (২৭ অক্টোবর) রাতে নগরের চাঁন্দগাঁও থানার পাঠানিয়াগোদা ও মৌলভী পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই থানার মাইজপাড়া মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও মো. আব্দুল মবুদ মেয়ে সাখারা (৩২)।
র্যাব-৭ জানায়, নিহত ফুল মিয়ার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন। চাকরির সুবাধে চট্টগ্রাম নগরের মাইজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ বিল নিয়ে তার সঙ্গে বাসার মালিক মো. মোবারক হোসেন এর কথা-কাটাকাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগিরা ফুল মিয়াকে মারধর করেন।
পরে গুরুতর আহত ফুল মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। ঘটনার পর মোবারক হোসেন ও তার সহযোগীরা ফুল মিয়ার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে বাসার নিচতলায় রেখে পালিয়ে যান।
এতে ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, আসামিদের অবস্থান নিশ্চিতের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







