চট্টগ্রামে প্রতারণা মামলার আসামী গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়েরকৃত ৬টি প্রতারণা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। মো. ওবাইদুল আশ্রাফ মিলন (৪৯) নামে এই সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার ওবাইদুল আশ্রাফ মিলন চেক প্রতারণার ৬ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি প্রতারকচক্রের মূল হোতা। ২০১৮ সালে মামলার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল আশ্রাফ মিলন ।

জানা যায়, গ্রেফতার মিলন চট্টগ্রামের কোতোয়ালী থানা সংলগ্ন এলাকার মৃত মমতাজ আলীর ছেলে। খাতুনগঞ্জের মোল্লা মার্কেটের মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top