চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের সাথে হওয়া ওই বন্দুকযুদ্ধে এক র্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত র্যাব সদস্যের নাম মো. আব্দুল মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় কর্মরত ছিলেন।
র্যাব কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সিরাজুল ইসলাম। উক্ত ঘটনায় ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ, কনস্টেবল রিফাত নামে ৩ র্যাব সদস্য আহত হয়েছেন। এছাড়া দুর্বৃত্তের হাতে র্যাবের অন্তত ৩ জন সদস্য জিম্মি রয়েছেন বলেও তিনি জানান।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যমতে, পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সে সাথে আটকে পড়া সদস্যদের উদ্ধারে র্যাবের অতিরিক্ত দল অভিযান অব্যাহত রেখেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। সে সময় তাদের ওপর চড়াও হয় স্থানীয় দুর্বৃত্তরা। তাদের হামলায় কয়েকজন র্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র্যাবের ৩ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মোতালেব নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। জিম্মিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ সেখানে।
চাটগাঁ নিউজ/জেএইচ






