চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

চাটগাঁ নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রামের এবার ২১৯ কেন্দ্রে ১ হাজার ১৬৪ স্কুলের মোট ১ লাখ ৪০ হাজার ৩৮৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৭৮ হাজার ৭২৫ এবং ছাত্র সংখ্যা ছিল ৬১ হাজার ৬৬৩। এবার ছাত্রীর পাসের হার ৭২ দশমিক ১৯ এবং ছাত্রের পাসের হার ৭১ দশমিক ৯৩। এছাড়া ৬ হাজার ৩৫৩ ছাত্রী এবং ৫ হাজার ৪৯০ ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

২০২৪ সালেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্ররা পিছিয়ে ছিল। গত বছর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ এবং ছাত্রের হার ছিল ৮২ দশমিক ২৯ শতাংশ। এছাড়া গত বছর ৫ হাজার ৭৫০ ছাত্রী এবং ৫ হাজার ৭৩ ছাত্র জিপিএ-৫ পেয়েছিল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top