চট্টগ্রামে নির্বাচনী পোস্টার ছাপানোর ব্যস্ততা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে ছাপাখানার ব্যস্ততা। আন্দরকিল্লায় পোস্টার, লিফলেট, ব্যানার ছাপানোর কাজ চলছে হরদম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জিএ ভবনের নিচতলার আল ফালাহ অফসেট প্রিন্টার্সে দেখা গেল সীতাকুণ্ডের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পোস্টার ছাপানো হচ্ছে।

প্রেসের মেশিনম্যান আবু তাহের জানান, প্রতি হাজার সাদাকালো পোস্টার ছাপানো হচ্ছে ২০০ টাকায়। অবশ্য ডিজাইন, প্লেট- এগুলো উনারা রেডি করে দিয়েছেন।

তিনি জানান, কুয়াশায় ভিজে ছিঁড়ে যাওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ছিঁড়ে দেওয়ায় অনেকে পোস্টার ছাপাচ্ছেন।

দেরিতে পোস্টার ছাপানো প্রসঙ্গে ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইমরান জানান, ঈগলের ডানা ভেঙে দিতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। মানুষের ভালোবাসার বলেই আমরা লড়াই করছি। মহামান্য হাইকোর্টে আপিলের রায় আমাদের অনুকূলে পেয়েছি। এরপর আমরা পোস্টার ছাপাতে দিয়েছি।

তিনি বলেন, পোস্টার প্রচারণায় আমরা হয়তো পিছিয়ে পড়ছি। কিন্তু ভোটারদের কাছে ঈগলের বার্তা নানাভাবে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি।

মোহাম্মদ ইমরান ছাড়াও জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের পোস্টার, লিফলেট ও ব্যানার মুদ্রণের কাজ চলছে আন্দরকিল্লায়।

নির্বাচনে জমজমাট কাগজ, কালি, প্লেট, ডিজাইনের দোকানগুলো। ব্যস্ততা দেখা গেছে কিছু লেমিনেশন হাউসেও।

Scroll to Top