চট্টগ্রামে নিরাপত্তার শঙ্কায় ৪ ট্রেন বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: গতকাল রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনার পর চট্টগ্রামে নিরাপত্তার শঙ্কায় চারটি ট্রেন বন্ধ রাখা হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০ টায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, বিকেল ৩ টায় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস এবং বিকেল সাড়ে পাঁচটার নাজিরহাটগামী ট্রেনটি নিরাপত্তার শঙ্কায় ছেড়ে যায়নি। রোববার ভোটের দিনেও এসব ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে না। সেই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের শিডিউলও স্থগিত রাখা রয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তার কথা চিন্তা করেই ট্রেন চলাচলে সাময়িক এ স্থগিতাদেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৪ জন। দগ্ধ আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top