চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর চকবাজার কাপাসগোলায় ব্যাটারি রিকশাসহ মা ও ছয় মাস বয়সী শিশু নালায় পড়ে গেছে। পরে শিশুর মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার চেষ্টা করছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে সর্বশেষ ২০২৩ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে কলেজছাত্রী নিপা পালিতের (২০) মৃত্যু হয়। এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে মৃত্যু হয় অটোরিকশাচালক ও এক যাত্রীর। ওই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ।
চাটগাঁ নিউজ/এসএ