চট্টগ্রামে নারীর চেয়ে পুরুষ ভোটার বেড়েছে দ্বিগুণ

চাটগাঁ নিউজ ডেস্ক : গত এক বছরে চট্টগ্রামে ভোটার বেড়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ৩৬ হাজার ১৮৪ জন ও পুরুষ ভোটার ৭৪ হাজার ৬৮৭ জন।

শনিবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন ও মহিলা ৩০ লাখ ৬০ হাজার ৯৩৫ জন। হিজড়া ভোটার ৬০ জন। গত বছরের তুলনায় এবার ভোটার বেড়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ।

এবার নতুন ভোটার হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার পাঁচলাইশে ৭ হাজার ৬৩৩ জন, চান্দগাঁওয়ে ৩ হাজার ২৯৫ জন, কোতোয়ালীতে ২ হাজার ৩৩০ জন, ডবলমুরিংয়ে ৭ হাজার ৭৩৩ জন, পাহাড়তলীতে ২ হাজার ৬৬১ জন, বন্দরে ২ হাজার ৮০১ জন, মিরসরাইয়ে ৭ হাজার ২১৪ জন, সীতাকুন্ডে ৪ হাজার ৮৮৮ জন, সন্দ্বীপে ৭ হাজার ৭৯৩ জন, ফটিকছড়িতে ১১ হাজার ৪৫৩ জন, হাটহাজারীতে ৬ হাজার ৬০৭ জন, রাউজানে ৫ হাজার ৪২৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৯৯৬ জন, বোয়ালখালীতে ৩ হাজার ৪০৪ জন, পটিয়ায় ৬ হাজার ১৩৬ জন, কর্ণফুলীতে ১ হাজার ৯০৪ জন, আনোয়ারায় ২ হাজার ৪৯৪ জন, চন্দনাইশে ৩ হাজার ৫৭৪ জন, সাতকানিয়ায় ৬ হাজার ৫৬৫ জন, লোহাগাড়ায় ৪ হাজার ১৫ জন, বাঁশখালীতে ৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৬৮৭ জন ও মহিলা ভোটার ৩৬ হাজার ১৮৪ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ছিল ৬৩ লাখ ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top