চট্টগ্রামে নগর আওয়ামী লীগ কার্যালয়, মেয়র ও এমপির বাসায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে দারুল ফজল মার্কেটের নগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে বিজয়মিছিল থেকে গিয়ে কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগ নেতা সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। একইভাবে আগুন দেওয়া হয়েছে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাসায়।

বেলা তিনটার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে লোকজন নগরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। এর মধ্যে নগরের নিউমার্কেট, দামপাড়া, কোতোয়ালি, প্রবর্তক মোড়, বহদ্দারহাট, চকবাজারসহ বিভিন্ন জায়গা অন্যতম।

বহদ্দারহাটে জড়ো হওয়া মিছিল থেকে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় ভাঙচুর করা হয়। এরপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় মেয়র বাসায় ছিলেন না। তবে তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

বেলা তিনটার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে লোকজন নগরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। এর মধ্যে নগরের নিউমার্কেট, দামপাড়া, কোতোয়ালি, প্রবর্তক মোড়, বহদ্দারহাট, চকবাজারসহ বিভিন্ন জায়গা অন্যতম।

বহদ্দারহাটে জড়ো হওয়া মিছিল থেকে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় ভাঙচুর করা হয়। এরপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় মেয়র বাসায় ছিলেন না। তবে তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

এআইকে

Scroll to Top