চট্টগ্রামে ধরা ৪ লাখ টাকা মূল্যের ৩১৭০ লিটার অবৈধ অকটেন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ব্রিজ ঘাটে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত এসব অকটেনের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্ট গার্ড বেইস সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীদের বোট হতে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে।

পরে ঘটনার স্থল হতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত পাচারকারী মোহাম্মদ শহিদ (৩০) চট্টগ্রামের বাসিন্দা। জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top