চট্টগ্রামে দুই বস্তা গাঁজাসহ ৪ জন আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭। গতকাল (শুক্রবার) কালুরঘাট ব্রিজে এলাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

আটক ৪ জন হলেন- মো. ফারুক (৪৭), জায়েদা বেগম (৪০), ইকবাল হোসেন (৪৩) ও প্রদীপ মল্লিক (৪৬)।

র‌্যাব-৭ সূত্রে আরও জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি এবং প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কালুরঘাট থেকে পটিয়ার দিকে নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট ব্রিজে এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে আটক করে র‌্যাব-৭।

পরে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের স্বীকারোক্তি সিএনজির পিছনের সিটে এবং প্রাইভেটকারে ব্যাকডালার ভিতরে ২টি বস্তায় বিশেষ কৌশলে রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দসহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদের এবং জব্দ আলামত সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top