চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ১৮ দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে নভেম্বর মাসেই মৃত্যুর রেকর্ড হল চট্টগ্রামে। এর আগে কোনো মাসে এ সংখ্যক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। এছাড়া নতুন করে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৫ জন।
সোমবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা গেছে, ওমর ফারুক (২০) নামে বান্দরবানের লামার এক বাসিন্দার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে রবিবার রাতেই ভর্তি করা হয়েছিল। ডেঙ্গু শক সিনড্রোম ও জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকরা। এছাড়া রবিবার রাতে সন্দ্বীপের ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় একই হাসপাতালে। ওই নারীকে গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছে এক্সপান্ডেড ডেঙ্গু শক সিনড্রোম তার মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গুতে চট্টগ্রামে ৩৯ জনের মৃত্যু হয়, তারমধ্যে চলতি মাসেই ১৪ জনের মৃত্যু ঘটে।
চলতি মাসে ডেঙ্গুর এমন প্রকোপে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর জেলার বাসিন্দারা আতঙ্কিত। চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে নগরীতে ২ হাজার ৩৬৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮১ জন। চলতি নভেম্বরে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন।
গত অক্টোবরে মারা গেছেন ৯ জন এবং সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই হিসেবে চলতি বছর নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৫৭ জন পুরুষ, ১ হাজার ১৭ জন নারী এবং ৬৭০ জন শিশু রয়েছে। এছাড়া যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে নারী ২০ জন, পুরুষ ১৫ জন এবং ৪ জন শিশু রয়েছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
চাটগাঁ নিউজ/এসএ