চট্টগ্রামে দিনভর সূর্যের দেখা মেলেনি, আগামী সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আকাশে দিনভর সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশাচ্ছন্ন চট্টগ্রাম যেন শীতের শহর। সড়কে অধিকাংশ যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। সড়কের পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন শীতে কাবু মানুষজন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত শীতের তীব্রতা থাকবে। এর পাশাপাশি ১০ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে।

চট্টগ্রামে নগরে বিগত দিনের তুলনায় বৃহস্পতি ও শুক্রবার শীতের তীব্রতা বেশি দেখা গেছে। নগরে টানা দুইদিন বেলা একটার আগে সূর্যের দেখা মেলেনি। শুক্রবার আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় সারাদিন সূর্যের দেখা পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় ভোর থেকে ঠান্ডা বাতাস ছিল নগরে। ছুটির দিন হলেও কাজের সূত্রে বের হওয়া মানুষেরা কষ্টে পড়েছেন। বেলা সাড়ে তিনটার দিকে নগরের কোতোয়ালী, খুলশী, জিইসি, গোলপাহাড় ও প্রবর্তক মোড় ঘুরে সূর্যের দেখা মেলেনি আকাশে। এ দিন সড়কে মানুষের উপস্থিতি ছিল কম। কাজের সূত্রে বের হওয়া মানুষরাও টুপি, জ্যাকেট কিংবা শাল গায়ে জড়িয়ে বেরিয়েছেন। কেউ কেউ হাতমোজা ও মাফলার জড়িয়েও সড়কে বের হয়েছেন কাজে।

নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় সবজি ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, চট্টগ্রামে এমন শীত কমই দেখা যায়। কুয়াশার জন্য সকালে কিছু দেখা যায়নি। দুপুরের দিকে দোকান খুলেছি।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল বলেন, ৫-৬ জানুয়ারি পর্যন্ত এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। বাতাসের গতি বাড়লে শীত বেশি অনুভূত হতে পারে। ১০ জানুয়ারি থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top