চাটগাঁ নিউজ ডেস্ক: আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাস রমজান। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করাই হলো রমজানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। কিন্তু রমজান মাস আসলে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী পণ্যদ্রব্রের নানান রকম কৃত্রিম সংকট সৃষ্টি করে। ‘তাদের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন। ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কাজীর দেউড়ি বাজারে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গরুর মাংসের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়।
অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, বোতলের গায়ে প্রকৃত মূল্য মুছে দিয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং নিম্নমানের পণ্যে নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে প্রতারণার চেষ্টা করছেন। এসব অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, “অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাজার তদারকি অভিযান জনস্বার্থে চলমান থাকবে।”
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা উচ্চমূল্য নির্ধারণ করে ও শর্ত আরোপ করে দেওয়ায় তারা বাধ্য হয়ে সেই দামে বিক্রি করেন। সচেতন মহল মনে করছেন, পাইকারদের ওপরও নিয়মিত তদারকি চালানো হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব।
এদিকে জরিমানা হওয়া কিছু ব্যবসায়ী তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সাধারণ ক্রেতারা রমজানকে কেন্দ্র করে পাইকারি থেকে খুচরাসহ সকল স্তরে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন