চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে বেহুন্দীসহ তিন কোটি টাকার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ’র নেতৃত্ব এই অবৈধ জাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত, আকমল আলী ঘাটসহ কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার ও ধ্বংস করা হয়।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ চাটগাঁ নিউজকে জানান, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চরঘেরা জাল ও বেহুন্দী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই লাখ মিটার চরঘেরা জাল, ৮টি বেহুন্দী জাল এবং ১০০টি বাঁশের খুঁটি উদ্ধার করা হয়। জাল বাঁশের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকার বেশি। পরে এসব জাল ও বাঁশ পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
মূলত উপকূলীয় মৎস্য সম্পদ ধ্বংসরোধে বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে সারাদেশে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে মৎস্য অধিদপ্তর। তারই অংশ হিসেবে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন