চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা 

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় ২০ বছরের অধিক সময় পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নতুন পরিচয়ে তিনি ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন। আর এতেই দলটির চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। তাদের মনে এখন উৎসবের রঙ।

তাইতো আগামী ২৫ জানুয়ারির মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে। দলের প্রধান তারেক রহমানের আগমন ও পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ। সমাবেশ সফল করতে গতকাল প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। গঠন করা হয়েছে উপকমিটিও।

জানতে চাইলে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ২৪ জানুয়ারি সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে। ফেনী, মিরসরাইসহ বিভিন্ন পথসভা শেষে ২৫ জানুয়ারি সকালে তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন।

উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠের জনসভায় বক্তব্য দেন। এর ১৪ বছর পর একই মাঠে তাঁর সন্তান ও বর্তমানে দলটির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। এতে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন তারেক রহমান। এর আগে তিনি ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে আসেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top