চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে মিছিলটি সার্কিট হাউজ থেকে এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে।
এই র্যালিতে আরও অংশগ্রহণ করেন উপ-পরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
চাটগাঁ নিউজ/জেএইচ