চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৯ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে গত ৭ আগস্ট মর্জিনা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ জুয়েল (২৬) ও হুমায়ুন কবির (৬৫)। এর মধ্যে জুয়েল নগরের কোতোয়ালী এলাকার এবং হুমায়ুন কবির রাউজন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে  গত ৮ আগস্ট নগরের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ৯ আগস্ট তিনি মারা যান। এছাড়া হুমায়ুন কবির গত ৫ আগস্ট নগরের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান। তাদের দুইজনেরই নন স্ট্রাকচারাল প্রোটিন (এনএস১) পজেটিভ শনাক্ত হয়েছিল। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, ৩০ জনে। এর মধ্যে চলতি আগস্ট মাসে গত ৯ দিনে মারা গেছে ৫ জন।

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১২৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৫০ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৮ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসে গত ৯ দিনে মিলেছে ৯০২ জন।

চট্টগ্রামে ভারি বৃষ্টি হলেও বৃষ্টি পরবর্তী পরিস্থিতি নিয়ে  শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানিতে যাতে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।

Scroll to Top