পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক : ট্রেনে নাশকতাকারী সন্দেহে চট্টগ্রাম রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে মহানগর এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হল- মো. সুমন (২২) ও মো. আতাউল রহমান (২৭)। তাদের নাশকতাকারী সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বিনা টিকিটে ট্রেনের ছাদে করে যাত্রার সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ