পড়া হয়েছে: ১১৮
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। এসময় তার শরীর ছিন্ন বিছিন্ন হয়ে যায়।
নিহত জাহানার বেগম (৫৭)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন শংগরপুর এলাকার শেহের আলী স্ত্রী। থাকতেন নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকার মাসুর রাজার কলোনিতে।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসপি শেখ শরিফুল ইসলাম জানান, ওই নারী আমবাগান এলাকার আশপাশে থাকতেন। তিনি তার গন্তব্যে হেঁটে যাচ্ছিন, এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এসএ