চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে বিসিবি কর্মকর্তাদের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে দর্শকরা। এসময় পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে আহত হয় বেশ কয়েকজন দর্শক।
আজ সোমবার (২৭ অক্টোবর) বিকালে খেলা শুরুর আগে স্টেডিয়ামের মূল ফটকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা থেকে খেলা শুরু হলেও বিকাল ৩টার পর হতে দূর-দূরান্তের দর্শকরা আসতে শুরু করেন। যারা আগে থেকে টিকিট কেটে রেখেছিল তারা সরাসরি গ্যালারিতে প্রবেশ করেন। যারা টিকিট ছাড়া এসেছেন তারা টিকিটের জন্য কাউন্টারে জড়ো হন। কিন্তু কাউন্টার থেকে জানানো হয় টিকিট শেষ। কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারিরা টিকেট হাতে নিয়ে বিক্রির জন্য ঘুরছে। এই চিত্র দেখে অনেক দর্শক ক্ষিপ্ত হয়ে যান। তারা বিসিবির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিসিবির কর্মকর্তাদের গাড়ি দেখে তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। তারা গাড়ি আটকে দেয়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।
এসময় খেলা দেখতে আসা দর্শকরা বলেন, আমরা এতদূর থেকে গাড়ি ভাড়া করে খেলা দেখতে এসে টিকিট পাইনি। অথচ কালোবাজারির হাতে শত শত টিকিট। তারা ২০০ টাকার টিকিট ২০০০ টাকায় বিক্রি করছে। বিসিবি কর্মকর্তাদের যোগসাজস ছাড়া কালোবাজারে এতো টিকিট যাওয়া সম্ভব নয়।
তারা আরো বলেন, বিসিবিতে দুর্নীতিবাজরা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে তাড়াতে হবে। আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদস্বরূপ বিসিবি কর্মকর্তাদের গাড়ি অবরোধ করেছি। পুলিশ অযথা আমাদের উপর লাঠিচার্জ করেছে। এতে আমাদের ৪-৫ জন দর্শক আহত হন।
মাঠের প্রবেশদ্বারে দায়িত্ব পালন করা পাহাড়তলী থানার পুলিশ সদস্যরা বলেন, আমাদের অন্য কোনো বিকল্প ছিল না। এটি একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। এখানে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়ার সুযোগ নেই।
চাটগাঁ নিউজ/জেএইচ






