চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডের মুখে জুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে নগরীর চারটি স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নির্বাপণের কাজ তখনও চলমান ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ২টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে রাতে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানা একই ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, মধ্যরাতে আগুনের সংবাদ আসে। এরপর ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাতে ৪টা ৪৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত নির্বাপণ করা যায়নি। বর্তমানে ২টি ইউনিট নির্বাপণের কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে পানির উৎস না থাকায় ফায়ার ফাইটারদের বেকায়দার পড়তে হয়েছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন নির্বাপণের কাজ চলছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top