পড়া হয়েছে: 41
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পণ্য উৎপাদনের দায়ে ওয়ানপ্লাস নামে একটি কোম্পানিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মান নিয়ন্ত্রণে অনিয়ম ও ভোক্তা নিরাপত্তা ঝুঁকির অভিযোগে পরিচালিত অভিযানে এ জরিমানা আরোপ করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত ওই কোম্পানিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ জরিমানা করেন।
আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় ওয়ানপ্লাস কোম্পানিতে অভিযান চালানো হয়। কোম্পানিটি অনুমোদবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরি করে আসছিল। অভিযানে সেখান থেকে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ এবং ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






