চট্টগ্রামে ঝাউবাগান থেকে এয়ার পিস্তল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকার একটি ঝাউবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এয়ার পিস্তল উদ্ধার করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ সেখানে বিশেষ অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ স্লুইচগেটের দক্ষিণ পাশের ঝাউবাগানে গিয়ে তারা পায় একটি ০.১৭৭ কেলিবারের এয়ার পিস্তল, যেটি তখন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানটি হয় উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুব আলম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমার নেতৃত্বে। অভিযানে অংশ নেন এসআই সোহেল কামাল, এসআই শামীউর রহমান, এসআই রুবেল বড়ুয়া, এএসআই রেজাউল, এএসআই আলমগীর এবং তাঁদের সঙ্গী ফোর্স।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top